নিউটাউনে কারিগরি ভবনের সামনে ছুরি হাতে সরকারি কর্মী। রাস্তায় হেঁটে যেতে যেতে পুলিশকে হুমকি দিতে দেখা গেল অসি সরকার নামে ওই ব্যক্তিকে। ছুটি না পাওয়া নিয়ে বিবাদের জেরে ৪ সহকর্মীদের কোপানোর অভিযোগ ওই ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক নিউটাউনের সরকারি কারিগরি ভবন এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর মানসিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে।
নিউটাউনের কারিগরি ভবনের টেকনিক্যাল বিভাগে কাজ করেন সোদপুরের বাসিন্দা অভিযুক্ত অসি সরকার।সূত্র মারফত জানা যায় তিনি ছুটির সমস্যা নিয়ে বিব্রত ছিলেন। সেই কারণেই চার সহকর্মীদের কোপানোর পর রক্তাক্ত ছুরি হাতে রাস্তায় বেরিয়ে পড়েন এবং পুলিশ তাঁকে আটকালে রীতিমতো হুমকি দিতে দেখা যায় তাঁকে। ঘটনায় আহত হয়েছেন জয়দেব চক্রবর্তী, শেখ সাতাবুল, শান্তনু সাহা, সার্থ লেট নামে চার ব্যক্তি।
–
–
–
–
–
–
–
–
–
–