আজ থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ। নাগপুরে প্রথম ম্যাচ খেলতে নামে দু’দল। এদিন ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় দলে অভিষেক হয় হর্ষিত রানার। আর অভিষেক ম্যাচে মাঠে নজির গড়লেন তিনি। এদিন মাঠে নেমেই নেন তিন উইকেট । আর এর সুবাদেই নজির গড়লেন হর্ষিত। হর্ষিতই ভারতের প্রথম বোলার যিনি তিনটি ফরম্যাটেই অভিষেকে ৩টি উইকেট নিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেক ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেক, দুক্ষেত্রেই ৩টি করে উইকেট পেয়েছিলেন তিনি। এবার ওয়ানডেতেও সেটাই ঘটল।
তিন ফরম্যাটের ক্রিকেটেই অভিষেকে ৩ উইকেট পাওয়ার নজির আর কোনও ভারতীয় ক্রিকেটারের নেই । এক্ষেত্রে হর্ষিত প্রথম। বর্ডার-গাভাস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে প্রথম টেস্টে অভিষেক হয়েছিল হর্ষিতের। প্রথম ইনিংসে ৪৮ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে পুণেয় টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে শিবম দুবের কনকাশন পরিবর্ত হিসাবে নেমেছিলেন হর্ষিত। সেই টি-টোয়েন্টি অভিষেকে ৩৩ রান দিয়ে নিয়েছিলেন হর্ষিত নিয়েছিলেন ৩ উইকেট। আর এবার নাগপুরে ৫৩ রান দিয়ে নেন ৩ উইকেট ।
এদিন নাগপুরে হর্ষিত প্রথম আউট করেন বেন ডাকেট। ৩২ রানের মাথায় ফিরিয়ে দেন ইংল্যান্ড ব্যাটারকে। হর্ষিত এরপর ফেরান হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনকে। ইংল্যান্ডের ইনিংস থেমে যায় মাত্র ২৪৮ রানে।
আরও পড়ুন- নাগপুরে অভিষেক ম্যাচে দাপট হর্ষিত রানার, প্রথমে ব্যাট করে ২৪৮ রান ইংরেজদের
–
–
–
–
–
–
–
–
–