শীতের মরসুমেও রাজ্যে ডেঙ্গির প্রকোপ অব্যাহত! উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর 

0
2

এবার শীতের মরসুমেও রাজ্যে ডেঙ্গির প্রকোপ অব্যাহত থাকায় রাজ্যের স্বাস্থ্য দফতর উদ্বিগ্ন। প্রতিবার শীত পড়লে ডেঙ্গির প্রকোপ কমে। কিন্তু এবার জানুয়ারির শীতেও রাজ্যে আড়াইশর বেশি মানুষ এই মশাবাহিত ওই রোগে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে।

পরিসংখ্যান বলছে, গত মাসের ২৯ তারিখ পর্যন্ত রাজ্যের ১৬ টি জেলায় মোট ২৬২ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যার নিরিখে থাকা পাঁচটি জেলাই দক্ষিণবঙ্গের। এগুলি হল যথাক্রমে, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা। ফলে জানুয়ারি-ফেব্রুয়ারিতে যে ডেঙ্গি হবে না, সেই তথ্য সম্পূর্ণ নস্যাৎ করে দিল রোগের পরিসংখ্যান। যেখানে বছরের শুরুতেই এত সংক্রমণ, তাহলে কি এবছর দুশ্চিন্তায় ফেলতে পারে ডেঙ্গি? এমনই প্রশ্ন ইতিমধ্যেই ঘুরতে শুরু করে দিয়েছে স্বাস্থ্য‌দফতরের অন্দরে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভাইরাসঘটিত এই রোগ ক্রমেই চরিত্র বদলাচ্ছে। জুলাই-অক্টোবরের বাঁধাধরা ছকের মধ্যে তাদের দাপট আর আটকে নেই। টিকে থাকার জন্য বিশেষ কৌশল নিয়ে সে এখন বছরভর দাপট দেখিয়ে বেড়াচ্ছে।

আরও পড়ুন- শিকল পরিয়েই ভারতীয় অভিবাসীদের দেশে ফেরাল আমেরিকা! চাপে পড়ে অংশেষে সাফাই জয়শঙ্করের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_