দেশের সব জাতীয় সড়কে বার্ষিক এবং লাইফটাইমের ভিত্তিতে টোল পাস চালুর ভাবনা কেন্দ্রের বিজেপি সরকারের (Government of India)। ন্যাশনাল হাইওয়েতে (National Highway)যাতে নিরবিচ্ছিন্নভাবে গাড়ি যাতায়াত করতে পারে সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর মিলেছে। সেক্ষেত্রে লাইফটাইম টোল পাসের কত দাম হতে পারে তা নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। বার্ষিক ও লাইফটাইম টোল পাসের খরচ বছরে এককালীন দিতে হবে। লাইফটাইম টোল পাস ১৫ বছরের জন্য কার্যকরী হবে।
সড়ক পরিবহণ মন্ত্রক সূত্রে খবর বর্তমানে, প্রাইভেট কার ব্যবহারকারীরা ১২ মাসের জন্য প্রতিটি ৩৪০ টাকায় একটি মাসিক রিচার্জেবল পাস পেতে পারেন, তবে তা শুধু ১ টি টোল প্লাজার জন্য খরচ। কিন্তু বার্ষিক পাস সব ন্যাশনাল হাইওয়ে সীমাহীন যাতায়াতের জন্য কার্যকরী এবং সাশ্রয়ী হবে বলে কেন্দ্রের তরফে দাবী করা হয়েছে। পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারের মোট টোল থেকে পাওয়া রেভিনিউ-র অঙ্ক ৫৫ হাজার কোটি টাকা। তার মধ্যে ৮ হাজার কোটি এসেছে প্রাইভেট গাড়ি ব্যবহারকারীদের কাছ থেকে। জানা যাচ্ছে, বার্ষিক টোল পাসের (Toll Pass)দাম বছরে ১৩ হাজার টাকা হতে পারে, আর ১৫ বছরের জন্য ‘লাইফটাইম টোল পাস’র দাম হতে পারে আনুমানিক ৩০ হাজার টাকা।
–
–
–
–
–
–
–
–
–
–