শিকল পরিয়েই ভারতীয় অভিবাসীদের দেশে ফেরাল আমেরিকা! চাপে পড়ে অংশেষে সাফাই জয়শঙ্করের

0
1

বন্ধুত্ব ভুলে ভারতীয় অভিবাসীদের সঙ্গে অমানবিক ও অপমানজনক কাণ্ড করলেন মোদি-বন্ধু ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ, বিমানে তোলার সময় হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে রাখা হয়েছিল ভারতীয়দের। মার্কিন পুলিশের এই কাণ্ড-কারখানা একটি ভিডিওতে দেখা গিয়েছে। এই ঘটনায় সংসদে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বিরোধীরা। অবশেষে এই পুশব্যাক ইস্যুতে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

বুধবারই আমেরিকায় বসবাসকারী অবৈধ অভিবাসীদের ভারতে ফিরিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সেনাবাহিনীর বিমানে করে ১০৪ জন অভিবাসী অমৃতসর বিমানবন্দরে নামেন। তাঁদের ফেরার পরই একটি ভিডিও-তে দেখা যায় তাঁদের হাতকড়া ও পায়ে শিকল পরানোর দৃশ্য। এই ঘটনায় বিরোধীরা সুর চড়ানোয় দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদ। তৃণমূল সাংসদ-সহ বিরোধীরা একযোগে অভিযোগ করেন যেভাবে হাতে হাতকড়ি, পায়ে শিকল পরিয়ে ফেরানো হল, তা ভারতীয়দের জন্য অপমানজনক। এরপরেও কেন চুপ প্রধানমন্ত্রী! কেন একটা রা-ও কাড়েনি বিদেশমন্ত্রক!

বিরোধীদের এই প্রশ্নের মুখে পড়ে সংসদে মুখ খুলতে বাধ্য হন বিদেশমন্ত্রী। তিনি বলেন, নতুন কিছু নয়। প্রত্যেক বছরই আমেরিকা থেকে প্রত্যর্পণ করা হয় অবৈধ অভিবাসীদের। আমাদের দায়িত্ব সেই নাগরিকদের ফেরত নেওয়া। হাতকড়া পরিয়ে বিমানে তোলার বিষয়ে ট্রাম্পের প্রশাসনের দিকেই দায় ঠেলে বিদেশমন্ত্রী জানান, বিষয়টি সম্পূর্ণভাবেই আমেরিকার নিজস্ব নীতি।

আরও পড়ুন- জাতীয় সড়কে এককালীন টোল পাস চালুর পথে কেন্দ্র!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_