আমেরিকা থেকে বুধবারই বিমানে করে প্রথম দফায় ফেরত এসেছেন ১০৪ জন অবৈধবাসী ভারতীয়। বুধবার বিকেলে পাঞ্জাবের অমৃতসরে অবৈধবাসীদের দলটিকে নিয়ে নামে আমেরিকার সি-১৭ বিমান। সেই অবৈধবাসীদের মধ্যে ৩৩ জন ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের বাসিন্দা। কিন্তু তারা যে আমেরিকায় অবৈধ ভাবে থাকছিলেন, সে বিষয়ে নাকি জানতই না পরিবার। এমনই দাবি করছে আমেরিকা ফেরত অবৈধবাসীদের অধিকাংশ পরিবার।
গুজরাটে ফেরা এক অবৈধবাসী ভারতীয় নিকিতা পটেল দাবি করেছেন, তাদের কন্যা বাড়িতে বলেছিলেন যে, ইউরোপে বেড়াতে যাচ্ছেন। কিন্তু আমেরিকায় গিয়ে থাকা শুরু করেছিলেন, সেটা পরিবারের কাউকেই জানাননি।
আর একজন কানুভাই জানিয়েছেন, বিজ্ঞানে স্নাতকোত্তর করার পর চাকরি না পেয়ে ইউরোপে যাওয়ার সিদ্ধান্ত নেন তার কন্যা। তার বক্তব্য,্য অনেক পাঞ্জাবি, গুজরাটি আমেরিকায় থাকেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে পরিবারগুলি পথে বসবে এ বার।
পুলিশ জানিয়েছে, যে ৩৩ জন গুজরাটি ফিরে এসেছেন, তাদের মধ্যে ১৩ জন গান্ধীনগরের, ১০ জন মেহসাণার, পাটনের ৪, অহমদাবাদ শহর, অহমদাবাদ গ্রামীণ, বরোদা গ্রামীণ, পেটলাদ, বনাসকাঁঠা এবং অঙ্কলেশ্বরের এক জন করে রয়েছেন ওই দলে।
–
–
–
–
–
–
–