বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS) যোগ দিয়ে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করলেন ITC গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব পুরী (Sanjiv Puri)। তাঁর কথায়, রাজ্যে এখন শিল্প বান্ধব পরিবেশ। কন্যাশ্রী থেকে লক্ষ্মীরভাণ্ডার- বিভিন্ন জনকল্যাণমূলক সরকারি প্রকল্পের উল্লেখ করেন তিনি। ঘোষণা করেন বিনিয়োগেরও।
বুধবার, BGBS-র শুরুতেই তাঁকে বলার জন্য আহ্বান জানান রাজ্যের অর্থ উপদেষ্টা অমিত মিত্র। রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের প্রশংসা করেন সঞ্জীব পুরী (Sanjiv Puri)। একই সঙ্গে যাঁরা সরকার আছেন, তাঁদেরও প্রশংসা করেন আইটিসি গ্রুপের চেয়ারম্যান। জানান, রাজ্যে ১৮টি উৎপাদন কেন্দ্র রয়েছে তাঁদের। সাড়ে ৭হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে আইটিসি গ্রুপ। সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গ্লোবাল সেন্টার অফ এক্সিলেন্সের উদ্বোধন করেন।
বাংলায় বিনিয়োগের বিষয়ে সঞ্জীব পুরী জানান, নিম থেকে গবেষণা এবং উৎপাদানের জন্যে হাজারটি নিম গাছের বাগান নিজ নেওয়া হবে।
আরও খবর: দুদিন ব্যাপী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
ইতিমধ্যেই বাংলায় আইটিসি-র ৬টি হোটেল রয়েছে। আগামী কয়েক বছরে সেটি দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা রয়েছে সংস্থার- জানালেন চেয়ারম্যান। পাশাপাশি, কৃষিতে ডিজিটাল প্রযুক্তি নিয়ে যাবে আইটিসি। লক্ষাধিক কৃষক এই ক্ষেত্রে কাজ করছেন। এটিকে ৫ লক্ষ কৃষকের কাছে নিয়ে যাওয়ার ভাবনা রয়েছে সংস্থার।
–
–
–
–
–
–
–