শ্রমদিবস নষ্ট হয় না: বিদ্যুৎ ক্ষেত্রে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা জিন্দালের

0
4

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে বাংলার সরকারের সহযোগিতা ও শিল্পবান্ধব পরিবেশের প্রশংসা শিল্পপতিদের। বুধবার, BGBS মঞ্চে দাঁড়িয়ে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করলেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল (Sajjan Jindal)। তাঁর কথায়, বাংলায় একদিনও শ্রম দিবস নষ্ট হয় না। না। বিদ্যুৎ ক্ষেত্রে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেন তিনি।

জিন্দল গ্রুপের সিএমডি সজ্জন জিন্দাল (Sajjan Jindal) বলেন, বাংলার মতো শিল্পবান্ধব পরিবেশ অন্য রাজ্যে পাওয়া যায় না। এখানে একদিনও শ্রমদিবস নষ্ট হয় না। এরপরেই বিনিয়োগের ঘোষণা করেন জিন্দাল। বলেন, বিদ্যুৎ ক্ষেত্রে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন। শালবনীতে কারখানা তৈরি হবে। একই সঙ্গে বিজনেস পার্ক তৈরির কথাও জানান জিন্দাল।
আরও খবর: বাংলায় হাজার হাজার কোটির বিনিয়োগ, দ্বিগুণ কর্মসংস্থান: BGBS-এ বিরাট ঘোষণা আম্বানির

পাশাপাশি, দুর্গাপুর বিমানবন্দর সম্প্রসারণ করবে জিন্দাল গোষ্ঠী। সেই সব ক্ষেত্রে বিপুল কর্মসংস্থান বলে জানান সজ্জন জিন্দাল। তাঁর কথায়, দেশের পাওয়ার হাউজ হবে বাংলা।