স্কুলবাসের বেপরোয়া গতি! জয়পুরে উল্টে যাওয়া বাসের চাকায় পিষ্ট স্কুলপড়ুয়া

0
2

বুধের সকালে রাজস্থানের জয়পুরে স্কুল বাস দুর্ঘটনা (School bus accident in Jaipur)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সাড়ে সাতটা নাগাদ ৪০ জন পড়ুয়াকে নিয়ে প্রায় ৬০-৭০ কিলোমিটার বেগে ছুটে আসছিল বাসটি। চোমু এলাকার কাছে ৫২ নম্বর জাতীয় সড়কে আচমকা বাস ব্রেক কষতেই নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। ঘটনাস্থলে চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্রীর (school student) মৃত্যু হয়েছে। বাকি পড়ুয়াদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বাসটি অতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই ব্রেক (brake) কষার সময় তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। বাসটিতে কমপক্ষে ৪০ জন পড়ুয়া আটকে ছিল। জানলার কাচ ভেঙে সবাইকে বের করে আনা হয়। কিন্তু বাসের ঝাঁকুনির কারণে এক ছাত্রী (school student) চাকার তলায় পিষ্ট হয়। এরপরই স্থানীয়রা রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খারাপ রাস্তার কারণে দুর্ঘটনা বলে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন তাঁরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিয়েছে। পরে বাসটিকে ক্রেনের সাহায্য নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই কথা বলতে শুরু করেছে পুলিশ। দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছে প্রশাসন।