লোকসভা বা বিধানসভা ভোট যাই হোক না কেন, দিল্লিতে লাইন দিয়ে ভোটদানে আগ্রহ দেখান না বড় সংখ্যক ভোটাররা৷ এই বিরাট সংখ্যক অনুপস্থিত ভোটারদের কি করে ভোটের লাইনে নিয়ে আসা যাবে, কিভাবে তাদের ভোট দান করানো যাবে, তার উপায় খুঁজতে গিয়ে প্রতিবারই নাজেহাল হতে হয় জাতীয় নির্বাচন কমিশনকে৷ এই আবহেই বুধবার দিল্লির বিভিন্ন প্রান্তে অবস্থিত পোলিং বুথের বাইরে এক ব্যতিক্রমী ছবি দেখা গেছে৷ এদিন সকাল থেকেই দিল্লি বিধানসভা ভোটে যারা ভোটদান করেছেন, তাদের হাতে নির্বাচন কমিশনের তরফে তুলে দেওয়া হয়েছে ফুল গাছের চারা৷ রাজধানীকে দূষণ মুক্ত করে আশে পাশের এলাকাকে সবুজে মুড়ে ফেলার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের তরফে ভোটারদের হাতে ফুলের চারা তুলে দেওয়ার এই উদ্যোগকে প্রশংসা করেছেন পরিবেশ বিদরাও৷
এই সূত্রেই সামনে এসেছে দিল্লির বিভিন্ন বণিকসভার উদ্যোগ৷ বিধানসভা ভোটের মুখেই দিল্লি জুড়ে চলছে বিয়ের মরশুম৷ এই পরিস্থিতিতে ভোটদানে উত্সাহ দেওয়ার জন্য ভোটারদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে রাজধানী দিল্লির বিভিন্ন বণিক সংগঠন গুলি৷ ভোটাররা তাদের হাতে লাগানো ভোটের কালি দেখালেই তাদের জন্য থাকছে কম্পিউটার, মোবাইল, অন্যান্য ইলেকট্রনিক জিনিসের উপরে ১০ থেকে ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা৷ দিল্লির নেহেরু প্লেস, করোলবাগ, সরোজিনী নগর মার্কেটের মত জনপ্রিয় মার্কেট গুলিতে এই ছাড় মিলবে বলেই জানানো হয়েছে বণিক সভা গুলির তরফে৷ বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত দিল্লিতে মোট ৫৭.৭০ শতাংশ ভোট পড়েছে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে৷
আরও পড়ুন- BGBS দেখে অন্য রাজ্য বাণিজ্য সম্মেলন করছে: বিরোধীদের কটাক্ষের মোক্ষম জবাব মমতার
_
_
_
_
_
_
_
_
_