যোগেশচন্দ্র চৌধুরী কলেজে এবার প্রাক্তনীদের প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট নীতি তৈরির কথা বলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছেন, যোগেশচন্দ্র চৌধুরী আইন এবং ডে কলেজের পরিচালন কমিটিকে এই সংক্রান্ত নীতি প্রণয়ন করতে হবে। চাইলেই সবসময় সব প্রাক্তনী কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে আদালত।
একই ক্যাম্পাসে যোগেশচন্দ্র চৌধুরী ল এবং ডে কলেজের ক্লাস হয়। সরস্বতী পুজো নিয়ে অশান্তির জেরে হাই কোর্টে মামলা দায়ের করেন ল কলেজের এক পড়ুয়া। তিনি দাবি করেন, ডে কলেজের বেশ কয়েকজন ওই পুজো গায়ের জোরে বন্ধ করে দিয়েছেন। তবে পালটা ডে কলেজের তরফে দাবি করা হয়, পুজোর জায়গায় বহিরাগতরা অস্থায়ী নির্মাণ করেছে। এই অশান্তির মাঝে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে আদালতের নির্দেশে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হয়। তবে সরস্বতী পুজোর দিন দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। বুধবার ফের সেই মামলার শুনানি ছিল। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলার শুনানি হয়। বিচারপতির নির্দেশ, যখন তখন কলেজ চত্বরে প্রাক্তনীরা ঢুকতে পারবেন না। সেক্ষেত্রে প্রাক্তনীদের উপর বিধিনিষেধ আরোপ করতে পারবে ল এবং ডে কলেজের পরিচালন সমিতি।
আরও পড়ুন- বাংলায় বিনিয়োগের সেরা গন্তব্য: হর্ষবর্ধন আগরওয়াল
_
_
_
_
_
_
_
_
_



























































































































