বাংলায় বিনিয়োগের সেরা গন্তব্য: হর্ষবর্ধন আগরওয়াল

0
1

বাংলাই এখন বিনিয়োগের সেরা গন্তব্য। বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে এমনটাই জানালেন ফিকির কর্ণধার হর্ষবর্ধন আগারওয়াল। বাংলাকে দিন দ্বরাজ হস্তে সার্টিফিকেট দেন নামিদামি শিল্পপতিরা। এদের মধ্যে ব্যতিক্রম নন হর্ষবর্ধনও। বাংলায় যে এখন শিল্পের মূল পীঠস্থান তা বারবার বুঝিয়ে দেন শিল্পপতিরা। এদিন প্রত্যেক শিল্পপতি বাংলায় বিনিয়োগের কথা জানান এবং যাদের ইতি মধ্যেই বিনিয়োগ রয়েছে তারা তাদেরকে নিয়োগের পরিমাণ বাড়ানোর কথাও বলেন। হর্ষবর্ধন আগারওয়াল বলেন, ভৌগলিকভাবে এবং অন্যান্য নানা দিক থেকেও বাংলায় বিনিয়োগ করার সব রকম সহযোগী পরিবেশ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুরন্ত নেতৃত্বে বাংলার অর্থনীতিতে এক চমকপ্রদ পরিবর্তন এসেছে। আমরা এখানে বিনিয়োগ করেছি। ইমামি গোষ্ঠী বিভিন্ন জায়গায় ৩৩ হাজার কোটি টাকার বিনিয়োগ করেছে। বাংলাতেও আমাদের বিনিয়োগ রয়েছে এবং আরও হবে। আমরা বিনিয়োগ করেছি আমি আহ্বান জানাবো বাকিরাও বাংলায় বিনিয়োগ করুক।

আরও পড়ুন- ৭টি BGBS-এ ১৯ লক্ষ কোটির বিনিয়োগ প্রস্তাব, ১৩ লক্ষ কোটির প্রকল্প বাস্তবায়িত: মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_