যোগেশচন্দ্র ডে কলেজের গভর্নিং বডির সভাপতির পদে বদল। তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকে (Debashis Kumar) সরিয়ে নতুন সভাপতি করা হল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে (Arup Biswas)। সরস্বতীপুজোকে (Saraswati Pujo) কেন্দ্র করে যোগেশচন্দ্র আইন কলেজ এবং ডে কলেজে বিতর্ক তৈরি হয়েছিল। তার পরে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
কলকাতা হাই কোর্টের নির্দেশে যোগেশচন্দ্র কলেজের ক্যাম্পাসের বাইরে পুলিশ মোতায়েন করে সরস্বতী পুজো হয়। যদিও ডে কলেজের পড়ুয়াদের একাংশের অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও কলেজ ক্যাম্পাসে পুজো করতে পারেননি তাঁরা। তাঁদের পুজো হয়েছে কলেজের পাশে পার্কের সামনে। এই নিয়ে কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন তাঁরা। কলেজের অধ্যক্ষ আবার নিজের উদ্যোগে কলেজের ভিতরে ছোট প্রতিমা বসিয়ে পুজো করেন। সব মিলিয়ে জলঘোলা হয়।
এর আগে মধ্য কলকাতার চিত্তরঞ্জন কলেজে পরিচালন সমিতির সভাপতি পদ থেকে জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তাকে সরানো হয়। সেখানে দায়িত্ব দেওয়া হয় শ্যামপুকুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে। এই আবহেই যোগেশচন্দ্র ডে কলেজের পরিচালন সমিতির সভাপতি পদ থেকে দেবাশিসকে সরিয়ে অরূপকে (Arup Biswas) বসানো হল।
–
–
–
–
–
–
–
–