বাজেটে উন্নয়ন বিহারের নামেই, তবু ‘বিক্ষুব্ধ’ নীতীশ! সমস্যায় ওয়াকফ বিল

0
2

বাজেটের ‘ব’ অক্ষরটি এবার বিহারকেই উৎসর্গ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তারপরেও নীতীশ কাঁটা বিজেপির গলাতেই ফুটে রইল। এনডিএ (NDA) জোটের অন্যতম শরিক জেডিইউ (JDU) আর এলজেপির (LJP) আপত্তির জেরে থমকে রইল সংসদে ওয়াকফ সংশোধিত বিল (WAQF amendment bill) পেশ। এবার শুধুমাত্র বিরোধী সাংসদ নয়, শরিকি জটেই আটকে ওয়াকফ বিল।

জেপিসির সদস্য তৃণমূল কংগ্রেসের সাংসদরা প্রথম থেকেই এই বিলের বিরোধিতা করেছেন৷ অসাংবিধানিক এই বিলের বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার হয়েছিলেন জেপিসির (JPC) সদস্য দুই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক৷ অভিযোগ, বিরোধী শিবিরের সাংসদের পেশ করা এই ডিসেন্ট নোটকে সংযুক্ত না করেই যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি তৈরি করেছে ৪২৮ পাতার রিপোর্ট৷

জেপিসিতে গায়ের জোরে ওয়াকফ সংশোধনী বিলকে পাস করানোর ব্যবস্থা করা হয়েছে৷ এর বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েছে এনডিএ-র শরিক জেডি(ইউ) (JDU), এলজেপি (LJP), দাবি সংসদীয় সূত্রের৷ শরিকি আপত্তির কারণেই সোমবার জেপিসিতে সংশোধিত ওয়াকফ বিলটিকে (Waqf Bill) সংসদে পেশ করতে পারেনি মোদী সরকার, এমনই দাবি সূত্রের৷ দিল্লির বিধানসভা ভোটের (Delhi Assembly Election) আগেই এই সংশোধিত বিলটিকে সংসদে পেশ করবে কেন্দ্রীয় সরকার, দাবি জানিয়েছিলেন বিজেপির নেতারা৷ সেই মত যাবতীয় প্রস্তুতিও সেরে ফেলা হয়েছিল৷ তারপরেও শরিক জটিলতার কারণেই সোমবার সংসদে পেশ করা হয়নি এই সংশোধিত বিল৷ পুরো পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রভাবশালী বিজেপি নেতারাও৷