কলকাতার ট্যাংরায়(tangra) ক্রিস্টোফার রোডে বহুতল হেলে পড়ার ঘটনায় পুলিশের জালে এক। ঘটনার ১২ দিন পর অভিযুক্ত প্রোমোটারকে ধরল কলকাতা পুলিশ। আগেই তার নামে এফআইআর(FIR) দায়ের হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিলজলার নুরানি মসজিদের কাছ থেকে ওই প্রোমোটারকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম রজত লি। ঘটনার পর থেকেই ‘পলাতক’ ছিলেন ওই প্রোমোটার। মঙ্গলবারই তাকে আদালতে হাজির করানো হবে।
ঘটনার সূত্রপাত গত ২২ জানুয়ারি। কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে ট্যাংরা এলাকার ক্রিস্টোফার রোডের একটি নির্মীয়মাণ বহুতল পাশের বহুতলের দিকে হেলে পড়ে। গত বছরই ঝাঁ-চকচকে বহুতলটির নির্মাণকাজ শুরু হয়েছিল। স্থানীয়রা জানিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই পাঁচতলার এই বহুতল আবাসনটি তড়িঘড়ি তৈরি হয়ে যায়। কিন্তু নির্মাণকাজ চলাকালীনই তা হেলে পড়ায় আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে।ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে কলকাতা পুরসভা। ওই বহুতল ভাঙার নির্দেশ দেওয়া হয়।
কিন্তু গত সপ্তাহে ওই বহুতল ভাঙতে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের সামনে পড়েন পুরকর্মীরা। ওই বাড়ির মহিলাদের দাবি ছিল, আমাদের বাড়ি ভেঙে দিলে আমরা কোথায় যাব? আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তাই প্রাণ থাকতে আমরা এই বাড়ি ছেড়ে যাব না। যদিও তাদের বুঝিয়ে পরে ভাঙার কাজ শুরু করে পুরসভা।
–
–
–
–
–
–
–
–
–





























































































































