দীর্ঘদিন ধরে ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সিরিজেও ব্যাট দাপট দেখাতে পারেননি বিরাট। এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মে রঞ্জিট্রফি খেলেন বিরাট। তবে রঞ্জিতেও ব্যাট হাতে ব্যর্থ হন বিরাট। বিরাটকে আউট করেন রেলওয়েজের হিমাংশু সাঙ্গওয়ান। বোল্ড আউট করেন তিনি। এরপর প্রশ্ন আসে কীভাবে বিরাট আউট করলেন তিনি। এই নিয়ে এবার মুখ খুললেন হিমাংশু। জানালেন, কোহলিকে কীভাবে আউট করতে হবে, তার পরামর্শ দিয়েছিলেন টিম বাসের চালক। আর সেই ‘বুদ্ধি’তেই বাজিমাত হিমাংশুর।
এই নিয়ে রেলওয়েজ বলেন, “ আমি রেলওয়েজের প্রধান পেসার। দলের সকলে বলছিল আমিই কোহলির উইকেট নেব। আমরা যে বাসে করে হোটেল থেকে মাঠে আসছিলাম, সেই বাসচালক আমাকে বলেছিলেন, কোহলিকে চতুর্থ বা পঞ্চম স্টাম্পে বল করতে। আমি নিজের শক্তি অনুযায়ী বল করেছিলাম। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রেখেছিলাম। তাতেই উইকেট পাই।“
এরপরই হিমাংশু আরও বলেন, “ ম্যাচের আগে আমরা জানতাম বিরাট কোহলি এবং ঋষভ পন্থ খেলবে দিল্লির হয়ে। সেই সময় এটা জানতাম না যে, খেলাটা সরাসরি দেখানো হবে। পরে জানতে পারি পন্থ খেলবে না, তবে কোহলি খেলবে আর ম্যাচটা সরাসরি দেখানো হবে। তবে কোহলিকে নিয়ে বিশেষ কোনও পরিকল্পনা ছিল না। আমাদের কোচ বলেছিলেন, দিল্লির প্লেয়াররা আক্রমণাত্মক খেলতে ভালোবাসে। তাই নিয়ন্ত্রিত বোলিং করলে উইকেট আসবে। আমাদের ইনিংসের পর বিরাটের সঙ্গে আমার দেখা হয়। ও আমার সঙ্গে হাত মিলিয়ে বলে, ‘খুব ভালো বল করেছি’। যে বলে আমি ওকে আউট করি, সেটাতে সই করে দেয়।“
আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফির মেলবোর্ন টেস্টে সাজঘর বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন গম্ভীর , কী বললেন তিনি ?
–
–
–
–
–
–
–
–
–