যত্রতত্র থুতু-পান-গুটখার পিক ফেললে মোটা অঙ্কের জরিমানা, মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া হচ্ছে আইন

0
1

রাস্তাঘাট ও জনবহুল স্থানে যত্রতত্র থুতু, পান ও গুটখার পিক ফেলে নোংরা করার প্রবণতা আটকাতে আরও কঠোর হচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট আইন আরও কঠোর করতে নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

পথঘাটে থুতু বা পানের পিক ফেলা নিয়ে রাজ্যের নিজস্ব আইন রয়েছে । কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন, এই আইন যথেষ্ট নয়। তা আরও কঠোর করা দরকার। সেই মর্মে এদিন প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। বর্তমানে আইনে প্রথমবার প্রকাশ্যে থুতু বা গুটখার পিক ফেললে ১ হাজার টাকা জরিমানার সংস্থান রয়েছে। দ্বিতীয়বার ধরা পড়লে জরিমানার পরিমাণ ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

এদিন মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, এই সমস্যা নিয়ন্ত্রণে আরও কঠোর আইন আনা যায় কিনা, জরিমানার অঙ্ক বাড়ানো সম্ভব কিনা, তা পর্যালোচনা করতে হবে। সেইসঙ্গে, মুখ্যসচিবকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে তিনি নির্দেশ দেন।

আরও পড়ুন- মাধ্যমিক – উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তায় বন দফতরকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহনের নির্দেশ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_