কিছু বুঝে ওঠার আগেই ওরা দেখল, মা কাছে নেই। বয়স একজনের ছয়. অন্যজনের আট। সোমবার দুপুরের ঘটনা। সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে ছেলে-মেয়েকে রেখেই চলে গিয়েছেন মা। অভিযোগ, রাতের দিকে ওই মহিলা এক ব্যক্তিকে বাচ্চা দু’টির নজর রাখতে বলেন। তারপর কোথাও চলে যান। মঙ্গলবার সকাল থেকে এলাকায় বাচ্চা দু’টিকে একা একা ঘুরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বাচ্চা দুটো জনে জনে জিজ্ঞেস করছিল, ‘মা কোথায়?’ তাদের মুখে এই কথা শুনে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তারা খবর দেন পুলিশকে। এরপরই ঘটনাস্থল থেকে দু’জনকে উদ্ধার করে নিয়ে যায় বিধাননগর (উত্তর) থানার পুলিশ । তাদের মায়ের খোঁজ করছে পুলিশ।
কেন বাচ্চা দু’টিকে রেখে মা চলে গেলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।শিশু দুটির পরিবারে আর কেউ আছে কি না, সেটাও তদন্ত করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এখনও মহিলার কোনও খোঁজ মেলেনি।স্থানীয়রা জানিয়েছেন, প্রায়ই ওই দুই শিশুকে তাদের মায়ের সঙ্গে ওই এলাকায় ঘুরতে দেখা যেত। সোমবার দুপুর থেকেই সিজিও কমপ্লেক্সের সামনে ছিল তারা। তখনও অবধি সঙ্গেই ছিলেন তাদের মা।
–
–
–
–
–
–
–
–
–
–