নয় নয় করে দুবছর পর সাজা ঘোষণা হল। স্ত্রী ও ১৮ বছরের শিশু কন্যাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছিলেন এক ব্যক্তি।দুবছর পর সেই ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা শোনালো আদালত। এই সাজা ঘোষণা করল জলপাইগুড়ি আদালত( JALPAIGURI COURT)। রাজ্যে পুলিশের তদন্তের পর দোষীর ফাঁসির সাজা শোনাল আদালত।।পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে স্ত্রী ও কন্যাকে কুড়ুল দিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত লাল সিং ওরাও। সে নাগরাকাটার লুকসান চা বাগান এলাকার বাসিন্দা। ঘটনার পর বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতরাই তার স্ত্রী ও কন্যাকে খুন করে বলে প্রথমে পুলিশকে ভুয়ো তথ্য দেয় লাল সিং। বিভিন্ন সময়ে পুলিশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে বিভিন্ন সময়ে লালের বিভিন্ন বায়ান তদন্তকারী অফিসারের( INVBESTIGATION OFFICER) মনে সন্দেহ তৈরি করে। পরে লালকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়।
শেষ পর্যন্ত লালই যে তার স্ত্রী ও শিশুকন্যাকে খুন করেছে আদালতে সেই প্রমাণ পেশ করে পুলিশ। চার্জশিট পেশের পর মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এই মামলায় আগেই লালকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। মঙ্গলবার অভিযুক্তকে ফাঁসির সাজা শুনিয়েছে জলপাইগুড়ি আদালত।
–
–
–
–
–
–
–
–
–
–