কোটি কোটি মানুষের ভিড়ে অব্যবস্থায় মহাকুম্ভে (Maha Kumbh) মৃত্যু সরকারিভাবে ৩০ জনের। একাধিক পদপিষ্টের ঘটনাকে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠে আসছে, যত কুম্ভে স্নানের দিন বাড়ছে। মৃত্যুর পরে মৃতদের মৃত্যু শংসাপত্র দিতে পর্যন্ত অস্বীকার করছে যোগী রাজ্যের প্রশাসন, পাছে মৃত্যের আসল সংখ্যা বেরিয়ে পড়ে। এই পরিস্থিতিতে যেখানে প্রয়াগরাজে পদপিষ্টের (stampede) ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট, সেখানে এই ঘটনা কোনও বড় ঘটনা নয়, বলে দাবি করলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী (Hema Malini)। নিজে ভিআইপি ব্যবস্থাপনায় মহাকুম্ভে স্নান সেরে কোটি কোটি সাধারণ মানুষের দুর্দশার কথা ভুলেই গেলেন অভিনেত্রী সাংসদ।
মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পরে সেখানে পুণ্যস্নানে যান মথুরার (Mathura) বিজেপি সাংসদ হেমা মালিনী। রীতিমত ভিআইপি ব্যবস্থাপনা তাঁর জন্য যে ছিল তা বলাই বাহুল্য। মঙ্গলবার সংসদের বাইরে মহাকুম্ভ নিয়ে হেমার দাবি, আমি নিজে কুম্ভে (Maha Kumbh) গিয়েছি। খুব ভালো স্নান সেরেছি। সবকিছু খুব সুন্দরভাবে হয়েছে। সেই সঙ্গে তাঁর সংযোজন, সবকিছু ভীষণ সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছিল। সবই খুব ভালো ছিল। প্রদীপের নিচের অন্ধকারের মতোই তিনি সাধারণ মানুষের দূরবস্থা থেকে ছিলেন বহু দূরে।
সংসদে বাজেট অধিবেশনের শুরু থেকে বিরোধী সাংসদরা (Parliament) দাবি জানিয়েছেন মহাকুম্ভে পদপিষ্টের (stampede) ঘটনা নিয়ে আলোচনার। এই ঘটনার আলোচনার পাশাপাশি কেন প্রাণ হারালেন পুণ্যার্থীরা, তা নিয়েও আলোচনার দাবি জানানো হয়। স্বাভাবিকভাবেই ডবল ইঞ্জিন রাজ্যের দোষ ঢাকতে সংসদের দুই কক্ষের অধ্যক্ষ ও চেয়ারম্যান আলোচনার অনুমতি না দেওয়ায় উত্তাল হয় সংসদ। তাতেই কার্যত ‘ক্ষুব্ধ’ অভিনেত্রী সাংসদ হেমা। তাঁর দাবি, একটা ঘটনা (stampede) ঘটেছিল এটা সত্যি। কিন্তু এত বড় কোনও ঘটনা ঘটেনি। যা হয়েছিল তা কতটা বড় আমি জানি না। তবে এটা নিয়ে যেভাবে বাড়িয়ে বলা হচ্ছে তত বড় কোনও ঘটনা ঘটেনি।
–
–
–
–
–
–
–
–





























































































































