গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হোক! রাজ্যসভায় দাবি সাংসদ মমতাবালা ঠাকুরের

0
1

বাংলার গঙ্গাসাগর মেলাকে অবিলম্বে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া হোক, রাজ্যসভায় দাবি জানালেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর৷

মঙ্গলবার রাজ্যসভার জিরো আওয়ারে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, ভারত সরকারের কোনও আর্থিক অনুদান এবং অবদান ছাড়াই পশ্চিমবঙ্গ সরকার সাফল্যের সঙ্গে গঙ্গাসাগর মেলার পরিচালনা করে থাকে প্রতিবছর৷ এই মেলায় আসা পূন্যার্থীদের থাকা খাওয়া যাতায়াত সব কিছুরই দেখভাল করে থাকে রাজ্যসরকার, জানান তিনি৷ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিশ্বের অন্যতম বৃহত্তম এই গঙ্গাসাগর মেলায় কোটি কোটি লোক সমাগত হয়, নিরাপদে বাড়ি ফিরে যায় রাজ্য সরকারের সহায়তায়, রাজ্যসভায় বলেন মমতাবালা ঠাকুর৷ এই প্রসঙ্গেই তাঁর দাবি, কুম্ভ মেলার মত মর্মান্তিক দুর্ঘটনা গঙ্গাসাগর মেলায় ঘটলে এতদিনে হইচই পড়ে যেত, বিজেপি ঝাঁপিয়ে পড়ত৷

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে নেই বুমরাহ, দলে বরুণ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_