আগামিকাল ৫ ফেব্রুয়ারি শুরু হবে আরজি কর দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া। সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডে, বিপ্লব সিং, সুমন হাজরা ও আফসার আলির বিরুদ্ধে আরজি কর দুর্নীতি মামলায় চার্জগঠন করবে আলিপুর বিশেষ সিবিআই আদালত।এই চার্জগঠনের প্রক্রিয়ার শুনানি শুরু হবে বুধবার থেকে। যদিও আজ, মঙ্গলবার অভিযুক্তদের আইনজীবীর তরফে ডিসচার্জ পিটিশন করার জন্য সময় চাওয়া হয়েছিল। সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এরপর আজই ডিসচার্জ পিটিশন করেন কয়েকজন অভিযুক্তর আইনজীবীরা। আগামিকাল প্রথমে সেই বিষয়ে শুনানি হবে।আদালত সূত্রে জানা গিয়েছে, দুপুর দেড়টায় ফের শুনানি।
প্রসঙ্গত, আরজি কর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় চার্জগঠন প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর জন্য কলকাতা হাইকোর্টের আবেদন করেছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার আবেদন ছিল, হাইকোর্ট সাত দিনের মধ্যে যে চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল, তা পুনর্বিবেচনা করা হোক। এ প্রসঙ্গে তার যুক্তি, আর্থিক দুর্নীতি মামলায় ১০ হাজার পাতার চার্জশিট দিয়েছে সিবিআই। সাতদিনের মধ্যে চার্জ গঠন হলে চার্জশিটের পুরোটা পড়ার সুযোগ পাওয়া যাবে না। কম সময়ের মধ্যে অভিযুক্তেরা নিজেদের বক্তব্য আদালতের সামনে সঠিক ভাবে পেশ করতে পারবে না। তাই বিচারপ্রক্রিয়া ধীরে করা হোক। যদিও সেই আবেদনে কর্ণপাত করেনি আদালত।
–
–
–
–
–
–
–
–
–
–