ফের খবরের শিরোনামে উত্তরপ্রদেশের অযোধ্যা। এবার দলিত নিরাপত্তারক্ষীকে পিটিয়ে খুন করল একদল অজ্ঞাত পরিচয় যুবক।মৃত ব্যক্তির নাম ধ্রুব কুমার ওরফে বেচাই।পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি নির্মীয়মাণ আবাসনে নিরাপত্তারক্ষীর কাজ করতেন ৬০ বছর বয়সি ওই ব্যক্তি। রবিবার মধ্যরাতে তিনি নাইট ডিউটি করছিলেন।সেই সময় একদল যুবক তার উপর হামলা চালায়। লোহার রড, লাঠি দিয়ে তাকে প্রচণ্ড মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।চিকিৎসকরা ওই নিরাপত্তারক্ষীকে মৃত বলে ঘোষণা করেন।
এরই পাশাপাশি, অযোধ্যায় এক দলিত তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে এল। জানা গিয়েছে, শুক্রবার রাতে অযোধ্যার বাসিন্দা ওই দলিত তরুণী স্থানীয় ধর্মীয় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। এরপর থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। শনিবার অযোধ্যার একটি খাল থেকে বাইশ বছর বয়সি তরুণীর নগ্ন দেহ উদ্ধার হয়। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল।। এমনকি তার চোখ উপড়ে নেওয়া হয় বলে খবর। ইতিমধ্যে বিষয়টি নিয়ে যোগী সরকারের অস্বস্তি বাড়িয়েছে সমাজবাদী পার্টি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দলিত নিরাপত্তারক্ষীকে পিটিয়ে মারার ঘটনায় পরিস্থিতি যে আরও উত্তাল হল।
পুলিশের অতিরিক্ত সুপারিন্টেনডেন্ট মধুবন কুমার সিং জানিয়েছেন, ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। কিন্তু কী কারণে ওই ব্যক্তির উপর হামলা তা জানার চেষ্টা চলছে।
–
–
–
–
–
–
–
–
–
–