৪০টি দেশ-২০০ বিদেশী প্রতিনিধি যোগ দিচ্ছেন BGBS-এ, থাকবেন আম্বানি-জিন্দালরাও: মুখ্যমন্ত্রী

0
1

বুধবার থেকে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS)। তার আগে মঙ্গলবার বিকেলে আগত প্রতিনিধিদের সঙ্গে নিউটাউনে চা-চক্রে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, ৪০টি কান্ট্রি এবং ২০০ বিদেশী প্রতিনিধি সম্মেলনে আসছেন। এর মধ্যে ২০টি পার্টনার কান্ট্রি। আসার কথা ভূটানের প্রধানমন্ত্রীরও। তবে, দিল্লিতে থাকার কারণে তিনি আসবেন কি না এখনও স্থির নয়। মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালরাও BGBS-এ যোগ দিচ্ছেন বলে জানান মুখ্যমন্ত্রী। ২২টি দেশের প্রতিনিধিরা ইতিমধ্যেই পৌঁছেছেন।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, এবার আরও বড় আকারে হতে চলেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। মোট ৪০টি দেশের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন। তার মধ্যে ২০টি পার্টনার কান্ট্রি। মঙ্গলবারই ২২টি দেশের প্রতিনিধিরা আসছেন। বিভিন্ন অ্যাম্বাসডররা আসছেন। আস্তে পারেন ভুটানের প্রধানমন্ত্রীও। সম্মেলনে বিশেষ আমন্ত্রিত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

এদিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত চা চক্রেই কার্যত শুরু হয়ে গেল BGBS। বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন। রাজ্যে আরও বিনিয়োগের লক্ষ্যে হাজির শিল্পপতিরাও। বিশেষ গুরুত্ব দেওয়া হবে পর্যটনকে। সম্মেলনে যোগ দিচ্ছে ক্ষুদ্র শিল্প থেকে তথ্যপ্রযুক্তি শিল্পের প্রতিনিধিরা। থাকছে কৃষিপণ্য থেকে কুটির শিল্প।