পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকার মানুষকে প্লাবনের হাত থেকে পাকাপাকি মুক্তি দিতে ঘাটাল মাস্টার প্ল্যানের মূল পর্বের কাজ খুব শীঘ্রই শুরু হবে। চলতি মাসের মাঝামাঝি ওই কাজ শুরু হতে পারে বলে সেচ ও জলপথ দফতর সূত্রে জানা গিয়েছে। বিভাগীয় মন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন,কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রী বারবার চিঠি দেওয়া,প্রতিনিধি পাঠানো সত্বেও কেন্দ্রীয় সরকার ২০১৫ সাল থেকে একটা পয়সাও দেয় নি। তাই ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য তার নিজের অর্থ দিয়ে করবে। তিনি জানান, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২৩৮ কোটি টাকা খরচ হবে। ইতিমধ্যে এবিষয়ে বিভিন্ন কাজে ৩৪১ কোটি ৫৫০ লক্ষ টাকা খরচ করেছে।
মন্ত্রী বলেন দুই মেদিনীপুর, হুগলির বিস্তীর্ণ এলাকার মানুষকে নিত্য যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে সরকার বদ্ধপরিকর। এব্যাপারে কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গও বিধানসভায় তুলে ধরেন সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী। তিনি জানান,কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রী বারবার চিঠি দেওয়া, প্রতিনিধি পাঠানো সত্বেও কেন্দ্রীয় সরকার ২০১৫ সাল থেকে একটা পয়সাও দেয় নি। তাই ঘাটাল মাস্টার প্লান রাজ্য তার নিজের অর্থ দিয়ে করবে।এছাড়া উত্তরবঙ্গে গঙ্গা ভাঙন রুখতে ভাঙন প্রবণ ভূতনী, দিয়ারা, রতুয়া এক এবং দু নম্বর ব্লক, অন্যদিকে ভাঙন প্রবণ সুন্দরবনকে রক্ষা করতে দুটি বড়সড় পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার।
আরও পড়ুন- দুর্ঘটনায় ব্যবস্থা কোথায়: রেলমন্ত্রীর ‘বিভ্রান্তিকর’ ঘোষণায় সদুত্তর দাবি তৃণমূলের
_
_
_
_
_
_
_
_
_