OBC শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার, শীর্ষ আদালতে রাজ্যের ১২ লক্ষ OBC শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা খারিজ হয়ে গেল। ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। সেই রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট।
এর আগে গত ৩১ জানুয়ারি এই মামলায় বিচারপতি বিআর গভৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসি্হের বেঞ্চ জানায়, ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) যে রায় দিয়েছে, তাতে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। এবার সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল তৃণমূল সরকার। ২০১০-এর পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র গত বছর মে মাসে বাতিল করে দেয় বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। ফলে এক ধাক্কায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়। হাই কোর্টের রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলার শুনানি চলছে। এরই মধ্যে নতুন করে দায়ের হওয়া অন্য একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে।
–
–
–
–
–
–
–