সদুত্তর নেই! অভিষেকের লিখিত প্রশ্নের জবাবে বিস্তারিত তথ্য দিতে পারল না মোদি সরকার

0
3

গত পাঁচ বছরে দেশের বিভিন্ন প্রান্তে হওয়া দুর্ঘটনায় মোট ৫৩৭২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানানো হল কেন্দ্রীয় সরকারের তরফে৷ ডায়মন্ড হারবারের তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য দিলেন কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী শোভা কারান্দলাজে৷ তবে এই সময়ের মধ্যে কোন রাজ্যে, কীভাবে শ্রমিক মৃত্যু হয়েছে, তার বিস্তারিত তথ্য দিতে পারেনি মোদি সরকার৷ একই ভাবে সরকারের তরফে জানানো হয়নি রাজ্যভিত্তিক দুর্ঘটনার পরিসংখ্যানও৷

এই প্রসঙ্গেই কেন্দ্রীয় সরকারের দাবি, ১৯২৩ সালের এপ্লয়িজ কমপেনসেশন আইন অনুসারে দুর্ঘটনায় মৃত বা আহত শ্রমিকদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়া হয়৷ সংশ্লিষ্ট সব রাজ্য সরকারের (State Government) তরফে এই আইন বলবত্‍ করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী৷ দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের কত টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, সেই বিষয়ে নীরব মোদি সরকার৷

গত বছরের বাজেটে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্প শুরুর কথা ঘোষণা করেছিল মোদি সরকার৷ দেশের ৫০০টি নামী সংস্থা তাদের অধীনে ইন্টার্ন হিসেবে নিয়োগ করবে অগণিত বেকার যুবক যুবতীকে, প্রশিক্ষণ দেবে ইন্টার্নশিপ স্টাইপেন্ড-সহ, ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করেছিলেন মোদি সরকারের মন্ত্রীরা৷ এই ঘোষণার এক বছর পরে কিন্তু অন্য ছবি দেখা যাচ্ছে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahuya Moitra)-সহ আরও বেশ কয়েকজন সাংসদ লিখিত প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছিলেন এই প্রকল্পের হাল হকিকত কী? তাঁদের প্রশ্নের জবাবে এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা জানান, গত বছরের ৩ অক্টোবর একটি পাইলট প্রকল্প শুরু করেছে মোদি সরকার, যেখানে চলতি বছরের ৩১ মার্চের মধ্যে ১ লক্ষ ২৫ হাজার লোককে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে৷ এই ক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ১ লক্ষ ৮১ হাজার প্রার্থীর থেকে মোট ৬ লক্ষ ২১ হাজার আবেদন এসেছে৷ কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, এর মধ্যে ২৮১৪১ জন প্রার্থী ইন্টার্নশিপ অফার গ্রহণ করেছে৷

আরও পড়ুন- উলুবেড়িয়া কালীবাড়িতে সরস্বতী পুজো ঘিরে বিশৃঙ্খলা, দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ মণ্ডপ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_