প্রেমের সম্পর্ক থেকে সরে আসতে চেয়েছিলেন গৃহবধূ। প্রতিশোধ নিতেই ধর্ষণ করে খুনের পরিকল্পনা জয়নগরের (Jaynagar) যুবকের। রবিবার অচৈতন্য অবস্থায় উদ্ধার গৃহবধূর ঘটনায় অভিযুক্ত সেই যুবক সাবির শেখকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ (Jaynagar police)। প্রাথমিক জেরায় এমন তথ্যই উঠেছে এসেছে, দাবি পুলিশের।
মগরাহাটের বাসিন্দা মহিলাকে রক্তাক্ত অবস্থায় জয়নগরের জাঙালিয়া এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুন করার চেষ্টা (murder attempt) করে যুবক। পরে মোবাইলের (mobile) সূত্র ধরে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাকে বারুইপুর আদালতে পেশ করা হয়।
পুলিশের তদন্তে উঠে এসেছে, রবিবার আত্মীয়ের বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় যুবক। গৃহবধূ বাড়ি থেকে বেরোনোর পরে তাকে তুলে নিয়ে জাঙালিয়া এলাকায় নিয়ে যায়। সেখানে ধর্ষণের পরে ওড়না দিয়ে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ। যুবককে গ্রেফতারের পরে তাকে জেরা করে ঘটনায় অন্য কেউ যুক্ত ছিল কি না, তা তদন্ত করবে পুলিশ।
–
–
–
–
–
–
–
–





























































































































