নির্দেশ অমান্য করে বাঘাযতীনে ফ্ল্যাট মেরামতি! গ্রেফতার হরিয়ানার সংস্থার ইঞ্জিনিয়ার

0
1

পুরসভার নির্দেশ অমান্য করেই বাঘাযতীনের (Baghajatin) হেলে পড়া ফ্ল্যাট ফের সোজা করানোর কাজ শুরু করেছিলেন হরিয়ানার নির্মাণসংস্থা। ঘটনায় কোনরকম গাফিলতি রেয়াত করা হবে না সাফ জানিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। হরিয়ানার (Haryana) সেই নির্মাণ সংস্থার ইঞ্জিনিয়ার (engineer) অভিষেক নাগরাকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতা আনার প্রক্রিয়া শুরু।

ইতিমধ্যেই কলকাতা পৌরসভার অন্তর্গত সব ফেলে পড়া বাড়িতে পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা (Kolkata municipal corporation)। হরিয়ানার এক সংস্থার সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমেই বাঘাযতীনের হেলে পড়া বাড়ি মেরামতি নিয়ে হয়ে গিয়েছে পরিকল্পনা। তবে অভিযুক্ত সংস্থাকে আর কোনোভাবেই জায়গা দেওয়া হবে না স্পষ্ট করে দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

বাঘাযতীনের বাড়ি নিয়ে প্রমোটার পুরসভাকে না জানিয়েই হরিয়ানা সংস্থাকে দিয়ে বাড়ির সোজা করার কাজ শুরু করেছিল বলে অভিযোগ করেছিলেন মেয়র (Mayor)। অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে (Haryana, engineer) জিজ্ঞাসাবাদ করে প্রকৃত দোষী খোঁজার কাজ চালাবে নেতাজি নগর থানার পুলিশ (Netaji Nagar police)। সোমবার সকালে গ্রেফতারির পর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের দাবি জানানো হবে।