একটি উইকেট নিয়ে শিরোনামে রেলওয়েজের ক্রিকেটার হিমাংশু সাঙ্গওয়ান । রঞ্জিট্রফিতে দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচে বিরাট কোহলিকে বোল্ড করেন হিমাংশু। এর পরই জোর চর্চায় এই বোলার। দীর্ঘ ১২ বছর পর রঞ্জিতে ফেরা বিরাট কোহলিকে মাত্র ৬ রানের মাথায় আউট করেছেন রেলওয়েজের এই পেসার । কোহলির বিরুদ্ধে কী পরিকল্পনা করেছিলেন হিমাংশু ? নিজেই জানালেন তিনি।
হিমাংশু বলেন, “ আমার কেরিয়ারের সেরা উইকেট। আমি ভাগ্যবান যে কোহলির সঙ্গে খেলতে পেরেছি। ওকে আউট করতে পেরেছি। আমি কোহলির জন্য আলাদা করে পরিকল্পনা করিনি। দিল্লির সব ব্যাটারই আক্রমণাত্মক। শট খেলতে ওরা ভয় পায় না। তাই আমি ঠিক করেছিলাম, উইকেটে ঠিক জায়গায় বল রাখব। ওরা আক্রমণ করুক। তাহলে নিজেরাই উইকেট দিয়ে আসবে।“
দিল্লির বিরুদ্ধে কি নিজেকে প্রমাণ করার জন্য নেমেছিলেন হিমাংশু। ডানহাতি পেসার বলেন, “যখন কেউ পাশে ছিল না, তখন রেলওয়েজ় আমাকে সাহায্য করেছিল। তাই আমি শুধু এই দলের কথা ভাবি। কে সুযোগ দিল, কে দিল না সে সব ভাবি না। দিল্লির বিরুদ্ধে কিছু প্রমাণ করার নেই।“
এদিকে বিরাটকে আউট করলেও, দিল্লির কাছে এক ইনিংস এবং ১৯ রানে হারে দিল্লি। প্রথম ইনিংসে রেলওয়েজ করে ২৪১ রান। প্রথম ইনিংসে দিল্লি করে ৩৭৪ রান। তবে দিল্লির হয়ে খেলতে নামা বিরাট কোহলি করেন ৬ রান। দ্বিতীয় ইনিংসে রেলওয়েজ করে ১১৪ রান ।
আরও পড়ুন- ঋদ্ধির বিদায় ম্যাচে জয় পেল বাংলা, ম্যাচের সেরা সুরজ
–
–
–
–
–
–
–
–