আজ ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট, মধ্যবিত্তের বোঝা কমাতে কী পদক্ষেপ? নজর দেশের

0
2

বেকারত্ব আর মূল্যবৃদ্ধির ঊর্ধ্বগামী গ্রাফে নাভিশ্বাস জনজীবনে কি স্বস্তির খবর দিতে পারবে আজকের কেন্দ্রীয় বাজেট? উত্তর পেতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আজ সংসদে তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2025) পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। শুক্রবার অধিবেশন শুরুর প্রাক্কালে বিকশিত ভারতের বুলি আওড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু মানুষ বর্তমানের কথা শুনতে চাইছে। এই মুহূর্তে হেলথ সেক্টরের প্রিমিয়াম এর ক্ষেত্রে কোন ছাড় ঘোষণা হবে? কর ছাড় মিলবে কি? বাজারজাত জিনিসের দাম কমবে, নাকি আরও বেড়ে যাবে মোবাইলের রিচার্জ ভ্যালু? বেকারত্ব দূরীকরণে কী ভাবনা রয়েছে মোদি সরকারের? একগুচ্ছ প্রশ্নের উত্তর লুকিয়ে অর্থমন্ত্রীর লাল ফাইলে। আজ গোটা দেশের নজর এই বাজেটের দিকে।

গ্রামীণ এলাকায় জীবন যাত্রার মানকে আরও এগিয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষদের সামগ্রিক উন্নতির কথা শুনতে চায় দেশবাসী। একগুচ্ছ বন্দেভারতের উদ্বোধনের নামে গিমিক ছড়ানো নয়, বরং সুরক্ষা এবং নিরাপত্তাসমেত সঠিক রেল পরিষেবা দিতে কোনও বড় পদক্ষেপের হদিশ মিলবে কিনা এই বাজেটে তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক এবং বিশেষজ্ঞ মহলে আলোচনা শুরু হয়েছে। এই নির্মলার টানা অষ্টম বাজেট যা শনিবার সকাল ১১টায় পেশ করতে চলেছেন তিনি। বানিজ্যমহলের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইতিমধ্যেই আয়কর ছাড় নিয়ে একটি প্রস্তাব রেখেছে। মধ্যবিত্তের বোঝা কমাতে ১৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলবে কি? পাশাপাশি পেট্রোল-ডিজেলের এক্সাইজ ডিউটি কমানো গেলে সাধারণ মানুষের ব্যবহার্য নিত্যনৈমিত্তিক জিনিসের দাম কিছুটা নিয়ন্ত্রণে আনা যেতে পারে। যদিও এই সংক্রান্ত কোনও ভাবনা কেন্দ্র সরকারের রয়েছে কিনা তার কোন আভাস এখনও মেলেনি। ফলে সাধারণ মানুষের জন্য কতটা জনদরদি হতে চলেছে চলতি অর্থবর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট তা নিয়ে সংশয় থেকেই যায়।