রেলবাজেটে মুখ পুড়ল! বরাদ্দ নিয়ে ‘কৃপণ’ নির্মলা

0
3

রেল বাজেটে বরাদ্দ বাড়াতে পারল না কেন্দ্রের মোদি সরকার। একদিকে যখন রেল নিয়ে ঢালাও প্রকল্প ও নতুন নতুন প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw), সেখানে তাঁর দফতরকে কোনও খুশির খবর শোনাতে পারলেন না নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। যার জেরে শনিবার ব্যাপক ক্ষয় রেলের প্রতিটি শেয়ার বাজার (share market) এলাকায়। রেলকে সচল রাখতে জনসাধারণের উপর চাপানো ভাড়ার (railway fare) বোঝাতেই যে নির্ভর করবে মোদি সরকার, তা স্পষ্ট রেল বাজেটে (Railway Budget)।

সেই সঙ্গে বারবার বোমাতঙ্কে ভোগা বিমান পরিবহনেও (air connectivity) কৃপণ কেন্দ্রের সরকার। বিমান পরিবহন ও বিমানবন্দর নিয়ে হরেক প্রতিশ্রুতি দিলেও আদতে কমিয়ে দেওয়া হল বিমান পরিবহনের বরাদ্দ।

২০২৪-২৫ অর্থবর্ষে রেলের (Railway Budget) খাতে বাজেট বরাদ্দ ছিল ২.৫২ লক্ষ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষেও সেই একই বরাদ্দ বজায় থাকল। আলাদাভাবে রেল বাজেটই তুলে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। সেই পরিস্থিতিতে রেলের ভাড়ায় (railway fare) নাজেহাল সাধারণ রেলযাত্রীরা। তার উপর প্রতিদিন রেলের রক্ষণাবেক্ষণের গাফিলতিতে দুর্ঘটনা। সেখানে নতুন কোনও বরাদ্দ না হওয়ায় হতাশ দেশবাসী।

একদিকে পরিবহন শিল্পে ব্যাপক বরাদ্দ বাড়ানো হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের তরফে। বিমান পরিবহনের (air connectivity) ক্ষেত্রে কমেছে কেন্দ্রের সরকারের বিনিয়োগ। গত আর্থিক বর্ষের ৮০০ কোটি টাকার বদলে এবারের বাজেটে বরাদ্দ করা হল ৫৪০ কোটি টাকা। সেখানেই ২০২৫-২৬ বাজেটে ব্রাত্য রেলও। আর এর সরাসরি প্রভাব শনিবারই পড়ল শেয়ার বাজারে (share market)। রেল পরিবহনে গুরুত্বপূর্ণ আইআরসিটিটির (IRCTC) শেয়ার দুপুরের পরেই এক ধাক্কায় কমল। অন্যদিকে রেলের সঙ্গে যুক্ত বৃহৎ শিল্পক্ষেত্রগুলির শেয়ারও নিম্নগামী।