মিনি ডার্বির রং সবুজ-মেরুন, মহামেডানকে হারাল ৪-০ গোলে

0
3

মিনি ডার্বির রং সবুজ-মেরুন। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এ ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচে সাদা-কালো ব্রিগেডকে ৪-০ গোলে হারাল জোসে মোলিনার দল। বাগানের হয়ে গোল জোড়া গোল শুভাশিস বোস এবং মনবীর সিং-এর। এই জয়ের ফলে ১৯ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ৪৩। লিগ শিল্ড জয়ের পথে আরও একধাপ আগাল সবুজ-মেরুন। প্রথমার্ধের শেষের ঠিক আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কাসিমোভ।

ম্যাচে এদিন প্রথম তগেকেই আক্রমণে ঝাঁপায় মোহনবাগান । যার ফলে ম্যাচের ১২ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। সাদা-কালো ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোলের সামনে পৌঁছে যান শুভাশিস। ফাঁকায় বল পেয়ে জালে জড়িয়ে দিতে ভুল করেননি তিনি। এরপর ম্যাচের দ্বিতীয় গোল হয় ম্যাচের ২০ মিনিটে। বাগানের হয়ে ২-০ করেন মনবীর। এরপর ম্যাচের তৃতীয় গোল আসে ৪৩ মিনিটে। ম্যাকলারেনের পাস থেকে গোল করে বাগানকে ৩-০ এগিয়ে দেন বাগান অদিনায়ক শুভাশিস। তবে এরই মধ্যে ব্যবধান কমাতে পারত মহামেডান। কিন্তু মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ তা বাচিয়ে দেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় থাকে সবুজ-মেরুনের। যার ফলে ম্যাচের ৫৩ মিনিটে বাগানের হয়ে চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন মনবীর। এরপরও আক্রমণে যায় সবুজ-মেরুন। কিন্তু গোলের ব্যবধান বাড়াতে পারেনি মোলিনার দল।

আরও পড়ুন- অবসরের পরই নিজের দ্বিতীয় ইনিংস নিয়ে মুখ খুললেন ঋদ্ধি, পাপালিকে শুভেচ্ছা শামির