টানা ৪০ বছর পর মহাকাশে যেতে চলেছেন ভারতীয়। মহাকাশ অভিযানে যাচ্ছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Subhanshu Shukla)। প্রথম ভারতীয় হিসেবে ১৯৮৪ সালে মহাকাশে গিয়েছিলেন উইং কমান্ডার রাকেশ শর্মা (Rakesh Sharma)।
ভারতীয় বায়ুসেনায় কর্মরত শুভাংশু অ্যাক্সিওম ৪(এএক্স-৪) (Aviom-4) নামে অভিযানের পাইলটের দায়িত্বে রয়েছেন। তাঁর সঙ্গে থাকবেন আরও তিন মহাকাশচারী—অভিজ্ঞ মার্কিন মহাকাশচারী ও মিশন কমান্ডার পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাওসুজ উজনানস্কি-উইসনিয়েভস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। চলতি বছরে ফ্লোরিডায় নাসার (NASA) কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স (SpaceX) ড্রাগন মহাকাশযানে চড়ে আরও তিন বিদেশি মহাকাশাচারীর সঙ্গে পাড়ি দেবেন শুক্লা। রাকেশ শর্মার মতোই শুভাংশু শুক্লার স্পেস প্যাচেও থাকছে ভারতের পতাকা।
এই মিশনের মাধ্যমেই ইসরোর কোনও মহাকাশচারী প্রথমবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছবেন। সেই কারণে স্বাভাবিকভাবেই ভারতের কাছে এএক্স-৪ খুবই তাৎপর্যপূর্ণ। গ্রুপ ক্যাপ্টেন শুক্লা জানিয়েছেন, স্পেস ফ্লাইট ও মাইক্রোগ্রাভিটির অন্যন্য অভিজ্ঞতা হবে। আমি খুবই উত্তেজিত।
–
–
–
–
–
–
–
–