বাজেটের দিনে দেশজুড়ে সোনার উর্ধ্বমুখী দামের রেকর্ড !

0
1

শনিবার সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর সেদিনই সোনার দামে (Gold Price) বড় রেকর্ড। যদিও সেটা আমজনতার জন্য মোটেও সুখকর বা স্বস্তিদায়ক নয়। সারা দেশের পাশাপাশি বাংলার বাজারেও সোনার দামের পারদ ঊর্ধ্বমুখী। ১ ফেব্রুয়ারি ২৪ ক্যারেট সোনার প্রতি এক গ্রামের দাম ৮২১৫ টাকা। আর ২২ ক্যারেটের ক্ষেত্রে সেই দাম দাঁড়িয়েছে ৭৮০৫ টাকা।

শীতকালীন বিয়ের মরশুম মানেই সোনার দোকানে লম্বা লাইন বাঙালি অবাঙালি সকলেরই। প্রত্যেক দিনই সোনার দাম ওঠানামা করে। কিন্তু কেন্দ্রীয় বাজেট পেশের দিন সেই দামে কোনও বিশেষ পরিবর্তন হচ্ছে কিনা সেদিকে তো নজর থাকেই।

এক নজরে আজকের সোনা ও রুপোর দাম (১ ফেব্রুয়ারি ২০২৫)

সোনা ওজন দাম (টাকায়)

২৪ ক্যারেট ১ গ্রাম ৮২১৫

২২ ক্যারেট ১ গ্রাম ৭৮০৫

এদিন সোনার পাশাপাশি বেড়েছে রুপোর দামও। ১ কেজি রুপোর মূল্য দাঁড়িয়েছে ৯৩ হাজার ৮৫ টাকা।