পান সব ভাতা, বাংলার সরকারকে ধন্যবাদ ভিন দলের রাজ্য সরকারের

0
1

রাজনৈতিক মতাদর্শ ভিন্ন। কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকারের (State Government) পরিষেবা সঠিক সময় পাচ্ছেন নবতিপর রাজ্য সরকার (Rajya Sarkar)। যেমন ব্যতিক্রমই নাম তাঁর। তেমনই মানসিক দৃঢ়তা। শাসকদলের সমর্থক না হয়েও, মুক্ত কণ্ঠে জানালেন, প্রাপ্য সব ভাতা পাচ্ছেন তিনি ও তাঁর পরিবাদের সদস্যরা। এর জন্য বাংলার সরকারকে ধন্যবাদ জানালেন রাজ্য সরকার।

দল বা রাজনীতির রং দেখে নয়, রাজ্যের সব মানুষের কাছে সরকারি পরিষেবার সুবিধা পৌঁছে দেওয়াই উদ্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়ের (Mamata Benarjee)। দুয়ারে সরকার থেকে সব সাধারণ মানুষই পেয়েছেন বিভিন্ন রাজ্য সরকারি (State Government) পরিষেবা। বাদ যাননি ইটাহারের পতিরাজপুর অঞ্চলের চোদুয়ার গ্রামের বাসিন্দা বছর ৯০ এর রাজ্য সরকার। বাম আমলে সক্রিয় ভাবে CPIM দল করতেন। ২০১১ সালে পালা বদলে ক্ষমতায় তৃণমূল (TMC)। ক্ষমতায় আসার পর থেকেই দল-মত নির্বিশেষে সকলকে রাজ্য সরকারি পরিষেবা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় আছেন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের বয়সের ভারে ন্যুব্জ এই রাজ্য সরকার।

কৃষক ভাতা, বার্ধক্য ভাতা, এমনকী তাঁর দ্বিতীয় স্ত্রী গ্রহণ সরকার পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্য সরকার হাঁটা চলায় এখনও সাবলীল। বাম আমলে এই ধরনের পরিষেবা সাধারণ মানুষ পাননি। বর্তমান রাজ্য সরকারের আমলে রাজ্যের প্রত্যেক নাগরিকের দুয়ারে পৌঁছে যাচ্ছে পরিষেবা। বেশ কয়েক বছর আগে আবেদন করেছিলেন রাজ্য সরকার। আর তার পর থেকেই আজ পর্যন্ত ভাতা পাচ্ছেন তিনি। সেই কারণে ধন্যবাদ জানিয়েছেন বাংলার সরকারকে।