সাতসকালে মহানগরীর প্রাণকেন্দ্রে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় ঢাকলো ধর্মতলা

0
1

ধর্মতলায় (Esplanade) খাবারের দোকানে পাশে আগুন, মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢাকলো এলাকা। প্রাথমিকভাবে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ করছে। রাস্তার ধারে এই অগ্নিকাণ্ডে যান চলাচল বেশ কিছুটা ব্যাহত হয়েছে বলে খবর।

শনিবার সকালে কলকাতার প্রাণকেন্দ্রে আগুন লাগার ঘটনায় কিছুটা হলেও আতঙ্ক ছড়িয়েছে। এমনিতেই এদিন সময়মতো মেট্রো না চলায় সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। তার উপর ধর্মতলার একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানের পাশে বন্ধ দোকানে (হগ মার্কেটের বিপরীতে) আচমকা আগুন লাগে। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। পুড়ে ছাই গিয়েছে দোকানের ভিতরে থাকা সামগ্রী। দমকল সঠিক সময় পৌঁছে যাওয়ায় আগুন বেশি ছড়াতে পারেনি। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে হতাহতের কোনও খবর নেই।