আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই ২০২৪-২৫ অর্থবছর প্রথম বাজেট পেশ (Union Budget today) হবে সংসদে। সকাল এগারোটা থেকে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগে আচমকা সামান্য কমলো গ্যাসের দাম। সিলিন্ডার পিছু ৭ টাকা করে কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম।
২০২৪ সালের ডিসেম্বর মাসে একলাফে ৬২ টাকা পেরেছিল বাণিজ্যিক সিলিন্ডারের (১৯ কেজি) দাম। যার জেরে ফাস্টফুড সেন্টার থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্টে বেশ কিছু খাবারের দাম বাড়ায় ক্ষুব্ধ হওয়ার সাধারণ মানুষ। এবার বাজেটের ঠিক আগে গ্যাসের দাম সামান্য কমিয়ে মধ্যবিত্তকে ভুলিয়ে রাখার চেষ্টা হচ্ছে না তো, সাত টাকা দাম কমার খবরে এ প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। যদিও গৃহস্থ বাড়িতে যে সিলিন্ডার ব্যবহার করা হয় সেখানে দামের কোনও হেরফের নেই।
–
–
–
–
–
–
–
–
–
–