আদালতে বকুনি খেয়ে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে সমস্ত নথিপত্র জমা দিল সিবিআই। আলিপুরের বিশেষ সিবিআই আদালতের ধমকেই হল কাজ। শুক্রবারের ভর্ৎসনা শোনার পর শনিবার আদালতে ১০০ শতাংশ নথিপত্র জমা দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সন্দীপ ঘোষদের কাছে নথি জমা দেওয়ার পরে আদালত জানায় আগামী সপ্তাহেই চার্জ গঠন করা হবে এই মামলার।
শনিবার আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ-সহ পাঁচ জনকে আদালতে হাজির করানো হয়। শুক্রবার আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছিল ১০০ শতাংশ নথি জমা দিতে। সেই মতো সিবিআইয়ের আইনজীবী জানান তাঁরা ১০০ শতাংশ নথি এনেছেন। এরপরই চার্জ গঠনের নির্দেশ দেন বিচারক। শুধু তাই নয়, আগামী সপ্তাহেই বৃহস্পতিবারের মধ্যে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করতে চান বিচারক। বিচার প্রক্রিয়ায় দ্রুততা আনতে চান বিচারক। তাই বিচারক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন।
প্রসঙ্গত, আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষের আইনজীবী। সেই প্রসঙ্গ শনিবার তোলেন বিচারক। সন্দীপ ঘোষের আইনজীবীকে সরাসরি প্রশ্ন করেন, গতকাল আলিপুরের বিশেষ সিবিআই আদালতকে না জানিয়ে কেন হাই কোর্টে গিয়েছেন তিনি। আর জি করের প্রাক্তন অধ্যক্ষের আইনজীবী সাফ জানান, তিনি জাননি হাই কোর্টে। অন্য আইনজীবী গিয়েছেন।
আরও পড়ুন – রেলবাজেটে মুখ পুড়ল! বরাদ্দ নিয়ে ‘কৃপণ’ নির্মলা
_
_
_
_
_
_
_
₹




























































































































