বারাকপুরের পুলিশ কমিশনার বদল, অলোক রাজোরিয়ার জায়গায় নতুন CP অজয় ঠাকুর

0
2

বারাকপুরের পুলিশ কমিশনার বদল। অলোক রাজোরিয়ার (Alok Rajaria) জায়গায় নতুন কমিশনার হলেন অজয় ঠাকুর (Ajay Thakur)। DIG র‌্যাঙ্কের ওই অফিসার আগে বারাকপুর কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) ছিলেন। শনিবার, রাজ্য পুলিশে পক্ষ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

অজয়কুমার ঠাকুর (Ajay Thakur) এতদিন কারেকশনাল সার্ভিসের ডিআইজি ছিলেন। কিছু দিন বারাকপুরের কমিশনারের দায়িত্বও সামলেছেন। আলোক রাজোরিয়াকে সরিয়ে তাঁকেই ওই পদে আনা হল। রাজ্য পুলিশের ডিআইজি ট্রাফিক করা হল রাজোরিয়াকে।

এদিকে রাজ্য পুলিশের এসপি ট্রাফিক রাজনারায়ণ মুখোপাধ্যায়কে স্টেট আর্ম পুলিশ ফোর্সের কমান্ডেন্ট করা হল।

নৈহাটিতে শুক্রবার এক তৃণমূল কর্মীকে নৃশংসভাবে থেঁতলে খুন করা হয়। তার ২৪ ঘণ্টার মধ্যেই সরানো হল অলোক রাজরিয়াকে। শনিবার থেকেই বারাকপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব নেবেন অজয় ঠাকুর। যদিও নবান্নের তরফে এটিকে রুটিন বদলি হিসেবেই জানানো হয়েছে।