বর্ণবাদের শিকার হওয়ার অভিজ্ঞতা শোনালেন সম্ভাব্য এফবিআই প্রধান কাশ প্যাটেল!

0
1
আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (FBI) প্রধান হিসেবে মনোনীত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। বৃহস্পতিবার মার্কিন সিনেটের সামনে বক্তৃতা রাখার সময়ে তিনি শৈশবে বর্ণবাদের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন।কাশ প্যাটেল সিনেটের বিচার বিভাগীয় কমিটির সামনে বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাকে বর্ণবাদের শিকার হতে হয়েছে। তবে আমার পরিবারের সদস্যরা এখানে উপস্থিত থাকায় আমি সে কথা বিস্তারিত বলতে চাই না।সেনেট নিশ্চিতকরণ শুনানির সময় বর্ণবাদের সাথে তার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছিলেন। ন্যায়বিচারের প্রতি তার প্রতিশ্রুতির উপর জোর দিয়ে, শুনানিতে উপস্থিত তার অভিবাসী পরিবার দ্বারা সমর্থিত প্যাটেল, সম্প্রদায়ের সুরক্ষা এবং দুর্নীতি উন্মোচনের প্রতি তার উৎসর্গের কথা তুলে ধরেন।
সাক্ষ্যের সময়, প্যাটেল তার বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার মধ্যে যে মূল্যবোধগুলি তারা গড়ে উঠতে সাহায্য করেছেন তা স্পষ্ট জানান।ন্যায়বিচারের প্রতি তার প্রতিশ্রুতি রক্ষার জন্য তার পরিবারকে কৃতিত্ব দেন।তিনি বলেন, জানুয়ারির ঘটনার পর যখন আমি কংগ্রেসের(congress) সামনে সাক্ষ্য দিয়েছিলাম, তখন আমার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়। এরপর আমার জীবনের ওপর সরাসরি হুমকি আসে। আমাকে বলা হয়েছিল, তোমার এখানে থাকার অধিকার নেই, তুমি সন্ত্রাসী, যেখান থেকে এসেছ, সেখানে ফিরে যাও। এ দেশ তোমার জন্য নয়।
সমর্থক সিনেটররা প্যাটেলের যোগ্যতা এবং ন্যায়বিচারের প্রতিশ্রুতির প্রশংসা করেছেন। তারা এফবিআই-এর মধ্যে সম্প্রদায়ের নিরাপত্তা এবং স্বচ্ছতাকে অগ্রাধিকার দেওয়ার জন্য তার সংকল্প উল্লেখ করেন। তিনি আরও বলেন, এটা শুধু আমার সঙ্গে হওয়া একটি ঘটনা, কিন্তু প্রতিদিনই এদেশের বহু মানুষ এমনকি প্রশাসনের সদস্যরাও এমন পরিস্থিতির সম্মুখীন হন।কাশ প্যাটেল(kash patel) যদি এফবিআই প্রধান হিসেবে অনুমোদন পান, তবে তিনিই হবেন প্রথম হিন্দু ও ভারতীয়-আমেরিকান, যিনি এফবিআইয়ের নেতৃত্ব দেবেন।
কাশ প্যাটেলের বক্তৃতার পরে সিনেটররাও প্রতিক্রিয়া জানান। সিনেটর থম টিলিস বলেন, আমি নিশ্চিত যে কাশ প্যাটেল এফবিআই প্রধান হওয়ার জন্য যথেষ্ট দক্ষ ও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ন্যায়বিচারের প্রতি অনড়।কাশ প্যাটেল আশ্বাস দিয়েছেন, আমি এফবিআই প্রধান হলে এজেন্সির সর্বোচ্চ অগ্রাধিকার হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।