মমতা কুলকার্নিকে সন্ন্যাস দীক্ষার মাশুল, ‘শাস্তি’র মুখে রূপান্তরকামী নেত্রী!

0
1

বিতর্কিত বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি (Mamata Kulkarni) আগের জীবনকে বিদায় জানিয়ে এখন সন্ন্যাসিনী রূপে নয়া অধ্যায় শুরু করেছেন। মহাকুম্ভে (Mahakumbh) কিন্নর আখড়ায় গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা পরে সন্ন্যাস গ্রহণের সব রীতি পালন করেছেন। কিন্তু এখানেও বিতর্ক পিছু ছাড়ছে না। রূপান্তরকামীদের ধর্মীয় সংস্থার অন্দরমহলে মমতাকে উচ্চ ও সম্মাননীয় পদে নিযুক্ত করা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। যার জেরে নাকি বড় শাস্তির মুখে পড়তে পারেন কিন্নর আখড়ার নেত্রী আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী!

মমতাকে নিয়ে সমস্যাটা ঠিক কোথায়? শ্রী মাই মমতা নন্দ গিরির অভিনয় জীবনের নানা বিতর্ক এবং ঘটনা এখনো সোশ্যাল মিডিয়ায় ভাইডাল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি সন্ন্যাস গ্রহণের জন্য কতটা উপযুক্ত এবার সেই আলোচনা জোরদার হয়েছে কিন্নর আখড়ায়। পাশাপাশি তাকে শুরুতেই উচ্চপদে আসীন করাটাও ভালো চোখে দেখছেন না আখড়ার অন্যান্য সদস্যরা। ফলে প্রতিষ্ঠাতা ঋষি অজয় এই নিয়ে বড় পদক্ষেপ করতে চলেছেন বলে কানাঘুষো শোনা যাচ্ছে। পাশাপাশি কিন্নর আখড়া সম্পর্কে মমতা যথাযথ জ্ঞান প্রমাণ করতে না পারলে তাঁকে নতুন পথ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। মমতাকেও মহামণ্ডলেশ্বরের সম্মান দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছিলেন লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী। কিন্তু মমতা কি এই সম্মান পাওয়ার যোগ্যতা রাখেন? কোপ পড়তে চলেছে রূপান্তরকামী নেত্রীর জীবনেও।