ভারত-ইংল্যান্ড চতুর্থ টি-২০ ম্যাচে জয় ভারতের। এদিন ইংরেজদের হারাল ১৫ রানে। বল হাতে দাপট হর্ষিত রান এবং রবি বিষ্ণোইয়ের। ব্যাট হাতে দাপট শিভম দুবে এবং হার্দিক পান্ডিয়ার। এই জয়ের ফলে ম্যাচ ম্যাচের সিরিজে ৩-১ ফলাফলে এগিয়ে সূর্যকুমার যাদবের দল।
ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮১ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট দেখায় শিভম দুবে এবং হার্দিক পান্ডিয়া । দু’জনেই করেন ৫৩ রান। তবে ব্যাট হাতে ব্যর্থ ওপেনার সঞ্জু স্যামসন। ১ রান করেন তিনি। ২৯ রান করেন অভিষেক শর্মা। শূন্যরানে আউট হন তিলক ভার্মা এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। ৩০ রান করেন রিঙ্কু সিং। ইংল্যান্ডের হয়ে ৩ টি উইকেট নেন সাকিব মাহমুদ। ২ টি উইকেট নেন জেমি ওভারটন। একটি করে উইকেট নেন কার্শ এবং আদিল রাশিদ।
জবাবে ব্যাট করতে নেমে ১৬৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড । ইংল্যান্ডের হয়ে ব্যাট হাতে লড়াই চালান হ্যারি বুক। ৫১ রান করেন তিনি। ৩৯ রান করেন ডুকেট। ২৩ রান করেন সল্ট। ভারতের হয়ে তিনটি করে উইকেট হর্ষিত রান এবং রবি বিষ্ণোইয়ের।২ টি করে উইকেট বরুণ চক্রবর্তীর। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল এবং অর্শদীপ সিং।
আরও পড়ুন- মুম্বইয়ের বিরুদ্ধে ভালো খেলেও আটকে গেল ইস্টবেঙ্গল, অ্যাওয়ে ম্যাচে গোল শূন্য ড্র লাল-হলুদের
–
–
–
–
–
–
–
–
–