অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। এদিন সেমিফাইনালে ভারত হারাল ইংল্যান্ডকে। ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের রাস্তা পাঁকা করল টিম ইন্ডিয়া। এই নিয়ে পর পর অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। ২ ফেব্রুয়ারি ফাইনালে টিম ইন্ডিয়ার সামনে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান করে ইংরেজরা। ৪৫ রান করেন দাভিনা। অধিনায়ক অবি নরগ্রোভ করেন ৩০ রান। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন পারুনিকা সিসোদিয়া এবং বৈষ্ণবী শর্মা। ২১ রানে ২ উইকেট নিয়েছেন আয়ুষী শুক্লা।
জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় ভারত। সৌজন্যে কমলিনী এবং জি তৃষা। ৫৬ রানে অপরাজিত কমলিনী। ১১ রানে অপরাজিত সানিকা।
আরও পড়ুন- বিরাটকে আউট করে চর্চায় হিমাংশু সাঙ্গওয়ান, কে এই বোলার, মিল রয়েছে ধোনির সঙ্গে
–
–
–
–
–
–
–
–
–