ভালো ফুটবল খেলেও আটকে গেল ইস্টবেঙ্গল এফসি। এদিন অ্যাওয়ে ম্যাচে মুম্বই সিটি এফসির সঙ্গে গোল শূন্য ড্র করে অস্কার ব্রুজোর দল। ফলে প্লে অফের লড়াইয়ে আরও চাপে লাল-হলুদ বাহিনী। ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় একধাপ উঠে এল অস্কারের দল।
চোটে কার্যত মিনি হাসপাতাল ইস্টবেঙ্গল। মুম্বইয়ের বিরুদ্ধে দল গোছাতে হিমশিম খেতে হয় অস্কারকে। সেই ভাঙাচোরা দল নিয়েই প্রথমার্ধে মুম্বইকে রীতিমতো নাকানিচোবানি খাওয়াল অস্কার বাহিনী। ম্যাচে দাপট দেখালেও শুধু গোলটাই করতে পারল না ইস্টবেঙ্গল। নিজেদের মধ্যে দ্রুত, ছোট পাস খেলে আক্রমণে ওঠার চেষ্টাও কার্যকরী হচ্ছিল। আবার মুম্বইয়ের পায়ে বল পড়লেই হাই প্রেসিং করছিল লাল-হলুদ। যার ফলে বহুবার গোলের দরজা খুলতে পারত ইস্টবেঙ্গলের। কিন্তু শেষ কাজটাই করতে পারেনি লাল-হলুদ। ম্যাচের ১৩ মিনিটে জোড়া সেভ করেন মুম্বইয়ের গোলকিপার লাচেনপা। ম্যাচের প্রথমার্ধের শেষ মুহুর্তেও সুযোগ চলে আসে ইস্টবেঙ্গলের সামনে। ডান প্রান্ত দিয়ে ক্রস তুলেছিলেন বিষ্ণু। কিন্তু দিয়ামান্তোকোস ঠিক জায়গায় পৌঁছতেই পাররেননি। তবে প্রথমার্ধেগোলের দরজা খুলতে পারেনি অস্কারের দল।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। চলে ৭৩ মিনিটে সুযোগ চলে আসে মুম্বিয়ের কাছে। তবে তা কাজে লাগাতে পারেনি ছাংতেরা। এর ঠিক পরেই দিয়ামান্তোকোসের হেড বারে লেগে ফেরে। এর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি লাল-হলুদ।
আরও পড়ুন- বিরাটের জন্যই নাকি ব্রিসবেন টেস্টে ছন্দপতন হয় আকাশ দীপের, বললেন অশ্বিন
–
–
–
–
–
–
–
–
–