চিত্তরঞ্জন কলেজের (Chittaranjan College) পরিচালন সমিতির সভাপতি পদ থেকে অপসারিত বিধায়ক বিবেক গুপ্ত (Vivek Gupta)। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) হস্তক্ষেপে সভাপতি পদে রদবদল। নয়া সভাপতি নিযুক্ত করা হল মন্ত্রী শশী পাঁজাকে (Shashi Panja)। বিবেক গুপ্তকে সভাপতিত্ব থেকে সরানোর দাবি জানিয়ে আসা গোটা কলেজ শশী পাঁজার সভাপতি হওয়ার সিদ্ধান্তে অত্যন্ত খুশি।
শুক্রবার কলেজে সরস্বতী পুজোর (Saraswati Puja) আয়োজন নিয়ে অসন্তোষ চরমে ওঠে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, কলেজের বিভিন্ন বিষয়ে বিধায়কের ব্যক্তিগত সচিব বলে পায়েল নাগ নামে এক মহিলা ছড়ি ঘোরাতেন। বিভিন্ন ক্ষেত্রে টাকা স্যাংশনের বিষয়েও অনেক বেনিয়ম করতেন ওই মহিলা। দীর্ঘদিন ধরে কলেজে এই ব্যবস্থাই চলে আসছে বলে অভিযোগ। শুক্রবার সরস্বতী পুজোর আয়োজন নিয়ে গোটা বিষয়টি বিরক্তির চরম পর্যায়ে পৌঁছয়। কলেজের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। তাঁরা কোনওভাবেই আর বিবেক গুপ্তকে (Vivek Gupta) মেনে নিতে চাননি সভাপতি হিসাবে।
সরস্বতী পুজোর অসন্তোষের খবর যায় প্রশাসনের শীর্ষ মহলে। সঙ্গে সঙ্গে বিষয়টিতে হস্তক্ষেপ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। কথা বলেন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে। তারপরই কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে অপসারণ করা হয় বিবেক গুপ্তকে। নতুন সভাপতি হয়েছেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা।
–
–
–
–
–
–
–
–