সংসদের বাজেট অধিবেশন শুরু দিনেই দিল্লির (Delhi) চাণক্যপুরীর বঙ্গভবনে বোমাতঙ্ক। শুক্রবার, দুপুরে, বঙ্গভবনের পিছন দিকে দুটি সন্দেহজনক বস্তু ছোড়া হয় বলে অভিযোগ। সেগুলি ওই চত্বরে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে (Bomb Squared)। ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। হাই প্রোফাইল এই ভবনে এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। প্রশ্নের মুখে নিরাপত্তাও।
পরে দিল্লি পুলিশের বম্ব স্কোয়াড (Bomb Squared) ঘটনাস্থলে যায়। গোটা চত্বর পরীক্ষা করে, সন্দেহজনক বস্তু দুটিকে নিয়ে যায় দিল্লি পুলিশের টিম। বঙ্গভবন ঘিরে বিভিন্ন বিদেশি দূতাবাস ও একাধিক হাই কমিশনের অফিস রয়েছে। সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে এদিন। কয়েকদিন পরে দিল্লির বিধানসভা নির্বাচন। VVIP-দের আসা-যাওয়ার এই জায়গায় কীভাবে সন্দেহজনক বস্তুদুটি ছোড়া হল তা নিয়ে প্রশ্নের মুখে নিরাপত্তা।
কে বা কারা এই ঘটনায় জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। পরীক্ষা করা হচ্ছে সন্দেহজনক বস্তু দুটিও।
–
–
–
–
–
–
–
–





























































































































