মোদি জমানায় গরিব আরও গরিব, ধনী আরও ধনী: বাজেটের আগে কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের

0
1

শনিবার, সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট। সেই বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে শুক্রবার, দমদম বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সামনে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মোদি সরকারকে নিশানা করে অভিষেক বলেন, বাজেট নিয়ে কোনও আশা নেই। কারণ, গত দশ বছরে যা বাজেট কেন্দ্রের বিজেপি সরকার করছে তাতে গরিব আরও গরিব হচ্ছে, ধনী আরও ধনী হচ্ছে।
আরও খবর: কেন্দ্রের রিপোর্টে ফাঁস মোদি জমানায় কর্মসংস্থানের ভাঁওতা

এবারের বাজেট (Budget) নিয়ে একেবারেই আশাবাদী নয় তৃণমূল। জনস্বার্থে কিছু হবে বলে না বলেই মনে করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই ইস্যুতে অধিবেশনে মোদি সরকারকে ফের চাপে ফেলতে প্রস্তুত হচ্ছে তৃণমূল। এদিন কেন্দ্রকে নিশানা করে অভিষেক বলেন, ”যেদিন থেকে মোদি সরকার ক্ষমতায় এসেছে, সেদিন থেকেই তো বাজেটের ফলাফল একটাই। গরিবরা আরও গরিব হয়েছে আর বড়লোকদের ধনসম্পদ আরও বাড়ছে।” অভিষেকের কথায়, ”বাজেট (Abhishek Banerjee) আর কী হবে? একটি জনবিরোধী সরকার চলছে। এযাবৎকাল তো আমজনতাকে সুবিধা দিয়ে কিছু হয়নি বাজেটে। কর বলুন বা অন্য কোনও আর্থিক ছাড় – সবই বড়লোকদের জন্য।”

৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। সেখানে আপ-এর জয় নিয়ে আশাবাদী অভিষেক। বলেন, ”বিজেপি যত প্রতিহিংসা দেখাবে, যত ধরপাকড়, জেলবন্দি করবে, তত জনতার রায় তাদের বিরুদ্ধে যাবে। এটা আগেও প্রমাণিত হয়েছে। দিল্লিতেও তাই হবে।”