রুচিসম্মত নয়! হরিণঘাটার ‘ভাইরাল বিয়ে’ প্রসঙ্গে বললেন শিক্ষামন্ত্রী, তদন্তের মুখে অভিযুক্ত অধ্যাপিকা

0
1

হরিণঘাটা ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার ভাইরাল ভিডিওয় ঢি ঢি পড়ে গিয়েছে চারিদিকে। কলেজের মধ্যে এই ধরনের কাজ প্রশ্ন তুলে দিয়েছে ওই কলেজের সংস্কৃতি নিয়ে। এদিকে নিজেদের পিঠ বাঁচাতে ওই অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়ে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই কাজ যে একবারেই রুচিসম্মত নয় তা আরও একবার বুঝিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এদিন শিক্ষামন্ত্রী বলেন, কলেজে এই ধরনের ঘটনা একেবারেই রুচিসম্মত নয়। এরপর ওই বিশ্ববিদ্যালয় কী সিদ্ধান্ত নেবে সেটা তাঁদের বিষয়। কিন্তু যতদিন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত উপাচার্য নিয়োগ হবে ততদিন যে এই ধরনের ঘটনা ঘটবে তাতে অবাক হওয়ার কিছু নেই। রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘ম্যাকাউট’-এর হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের বিভাগীয় প্রধান পায়েল বন্দ্যোপাধ্যায় ঘটনার পর দাবি করেন, নাটকের রিহার্সাল দিচ্ছিলেন তিনি। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ওই ভিডিও ভাইরাল করা হয়েছে। যদিও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিনি জানিয়েছিলেন, এটা সিলেবাসের একটি প্রোজেক্ট। পাল্টা তিনি অভিযোগ করে বলেন, অধ্যাপিকার অভিযোগ, তাঁকে বিপদে ফেলতেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছেন তিনি। যদিও তাঁর এইসব কোনও যুক্তিই ধোপে টেকেনি। উল্টে আরও বেশি করে সমালোচিত হয়েছেন তিনি।

আরও পড়ুন- RGKar: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্তকে CBI-এর বিরুদ্ধে নালিশ! ডিরেক্টরকে লিখিত অভিযোগ মৃতার মা-বাবার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_