এবারের বইমেলায় প্রকাশ পেল উজ্জ্বল সিনহার কালোদিঘি। এদিন বই উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আলাপন বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ বিশিষ্টরা। এই বইয়ের ভূমিকা লিখেছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বইয়ের উদ্বোধন করে ব্রাত্য বসু বলেন, দীর্ঘদিন বাংলা সাহিত্য পাঠের উজ্জ্বলের যে প্রকরণ তা প্রকাশ পেয়েছে এই বইয়ের মধ্যে দিয়ে। ওর নিজের জীবন-যাপন যেহেতু অনেক রকম ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে তাই আমার মনে হয়েছে ওর সেই অভিজ্ঞতাগুলো একটা পরিণত বয়সে এসে সংহত হচ্ছে। সেগুলো যেভাবে সাহিত্যের ভাষায় আত্মপ্রকাশ করছে তা চমৎকার লাগছে। আমি এই বইয়ের বহুল পাঠ প্রত্যাশা করি।
বিজ্ঞাপনের জগতে চেনা মুখ উজ্জ্বল। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বিজ্ঞাপনী কাজে রত। সিনেমা থেকে সাহিত্য, যে কোনও শিল্পমাধ্যমেই তাঁর নিবিড় পাঠ। অনুসন্ধিৎসু মন, সদাই নতুনের অন্নেষনে নিবিষ্ট। গত বছরই প্রকাশ পেয়েছে পাঠক ও সমালোচকমহলে সমাদৃত তাঁর প্রথম উপন্যাস ‘উজানযাত্রা’। জাদুবাস্তবতার আঙ্গিকে লেখা পরীক্ষামূলক গ্রন্থ ‘কালোদিঘি’ তাঁর দ্বিতীয় উপন্যাস।
আরও পড়ুন- মহাকুম্ভের দুর্ঘটনায় মোট কতজন নিহত-আহত? সর্বদলীয় বৈঠকে সঠিক সংখ্যা জানানোর দাবি তৃণমূলের
_
_
_
_
_
_
_
_
_
_
_